দিল্লি মেট্রো - Latest News on দিল্লি মেট্রো| Breaking News in Bengali on 24ghanta.com
সুড়ঙ্গে বিপদ, স্তব্ধ মেট্রো

সুড়ঙ্গে বিপদ, স্তব্ধ মেট্রো

Last Updated: Tuesday, June 11, 2013, 15:12

সুড়ঙ্গে বিপদ। সুড়ঙ্গের মধ্যে আচমাকাই স্তব্ধ দিল্লির লাইফ লাইন। আতঙ্কে যাত্রীরা। সকাল ৯টা ৩০ মিনিটে ব্যস্ত সময়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও উদ্যোগ ভবন স্টেশনের মাঝে বিকল হয়ে যায় মেট্রোর একটি রেক। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে একে একে বের করে আনা হয় আটকে পড়া যাত্রীদের।