Last Updated: Tuesday, October 29, 2013, 10:00
আসছে দীপাবলী। আলোর উত্সবে মাতবে গ্রাম থেকে শহর। কিন্তু বাদ সাধছে প্রকৃতি। টানা বৃষ্টিতে শুকোয়নি মাটির প্রদীপ। উত্সবের আগে রীতিমতো সমস্যায় মৃত্শিল্পীরা। ক্যালেন্ডারের নিয়মে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির কিন্তু বিরাম নেই।