Last Updated: Tuesday, October 29, 2013, 09:53
ক্রমশ স্বাভাবিক হচ্ছে বাঁকুড়ার জনজীবন। নতুন করে বৃষ্টি না হওয়ায় জেলার সবকটি নদীতেই জলস্তর কমতে শুরু করেছে। রবিবার বিকেলে দ্বারকেশ্বর নদে তলিয়ে গিয়েছিল ১ যুবক। সোমবার দিনভর তল্লাসির পর উদ্ধার হয় দেহ। অন্যদিকে বড়জোড়া থানা এলাকায় দেওয়াল চাপা পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে।