নভনীত কৌর ধিলোঁ - Latest News on নভনীত কৌর ধিলোঁ| Breaking News in Bengali on 24ghanta.com
প্রথম মিস ওয়ার্ল্ড পেল ফিলিপিন্স

প্রথম মিস ওয়ার্ল্ড পেল ফিলিপিন্স

Last Updated: Sunday, September 29, 2013, 18:32

মিস ওয়ার্ল্ড ২০১৩-র খেতাব জিতলেন মিস ফিলিপিন্স মেগান ইয়ং। এই প্রথম মিস ওয়ার্ল্ড পেল ফিলিপিন্স। ফার্স্ট রানার্স আপ হয়েছেন ফ্রান্সের মেরিন লরফেলিন, সেকেন্ড রানার্স আপের খেতাব গেছে মিস ঘানা ক্যারানজার না ওকাইলে শুটারের দখলে। মোট ১২৬ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এ দিন মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে নেন ২৩ বছরের মেগান। মিস ইন্ডিয়া নভনীত কৌর ধিলোঁ প্রথম ২০ জনের পৌঁছলেও সেখানে থেকে আর এগোতে পারেননি।