Last Updated: Monday, June 16, 2014, 14:34
বিশ্ব ফুটবল আঙিনায় ভারতের স্থান ১৫৪ তম। বিশ্বকাপ ফুটবলে ভারতের খেলার সম্ভবনা লক্ষ আলোকবর্ষ দূরে। কিন্তু ব্রাজিলে যেমন নেইমার মেজিক, আর্জেন্টিনার যেমন মেসির ম্যাজিক, পর্তুগালের রোনাল্ডো তেমনই ভারতের রয়েছে মোদীর ম্যাজিক। আর এই মোদীর ম্যাজিকে ব্রাজিল সরকার আমন্ত্রণ জানালো ভারতবর্ষকে।