নাবিক বিতর্ক - Latest News on নাবিক বিতর্ক| Breaking News in Bengali on 24ghanta.com
গোটা বিষয়টি ভারত ও ইতালির নিজস্ব ইস্যু, ফোঁড়ে হতে নারাজ আমেরিকা

গোটা বিষয়টি ভারত ও ইতালির নিজস্ব ইস্যু, ফোঁড়ে হতে নারাজ আমেরিকা

Last Updated: Wednesday, March 20, 2013, 11:04

ইতালীয় নাবিকদের নিয়ে দু`দেশের মধ্যে তৈরি হওয়া সংকটে কোনও ভাবেই নিজেদের জড়াতে চায় না আমেরিকা। ইতালি ও ভারতকেই এই সমস্যা মিটিয়ে নিতে হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সে দেশের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, "এটা আমাদের বিষয় নয়, এটা ভারত ও ইতালির আভ্যন্তরিন বিষয়।"