Last Updated: Monday, March 3, 2014, 14:18
রোহিত শেখর তাঁরই ছেলে। সর্বসমক্ষে একথা স্বীকার করে নিলেন প্রবীণ কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি। ২০০৮ সালে নিজেকে তিওয়ারির ছেলে হিসেবে দাবি করে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোহিত শেখর। কিন্তু রোহিত ও তাঁর মা উজ্জ্বলাকে স্বীকৃতি দিতে রাজি হননি তিওয়ারি।