Last Updated: Thursday, June 26, 2014, 14:54
স্কুল থেকে নিখোঁজ হয়ে গেল ক্লাস সিক্সের দুই ছাত্রী। নিউ আলিপুরের বিদ্যাভারতী স্কুলে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ দুই ছাত্রীর নাম দেবস্মিতা ঘোষ ও দিয়ালা দে। প্রথম দিয়ালা দে-র নিখোঁজ হওয়ার ঘটনাটি নজরে আসে। স্কুল ছুটির সময় অভিভাবকরা গিয়ে দিয়ালাকে পাননি।