পঞ্চম শ্রেণি - Latest News on পঞ্চম শ্রেণি| Breaking News in Bengali on 24ghanta.com
শিয়ালদহ স্টেশনে খোঁজ মিলল দুই ছাত্রের

শিয়ালদহ স্টেশনে খোঁজ মিলল দুই ছাত্রের

Last Updated: Tuesday, July 23, 2013, 20:13

নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর শিয়ালদা স্টেশনে খোঁজ মিলল পঞ্চম শ্রেণির দুই ছাত্রের। আজ সকাল ১১টা নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় বেহালার একটি বেসরকারি স্কুলের ছাত্র দেবব্রত কুমার ও তন্ময় হালদার। প্রতিদিনের মতো আজও ছুটির পর পুলকার চালক স্কুল থেকে দু`জনকে নিয়ে গিয়েছিলেন গাড়ির কাছে। কিন্তু পুলকারে বাকি ছাত্ররা উঠলেও, হঠাত্‍ই উধাও হয়ে যায় দেবব্রত ও তন্ময়। এরপর শিয়ালদা স্টেশনে সন্ধান মেলে দু`জনের।