Last Updated: Wednesday, March 13, 2013, 21:31
কৌশিক গাঙ্গুলির ছবি অপুর পাঁচালিতে অপুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সত্যজিত রায়ের পথের পাঁচালি ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন সুবীর ব্যানার্জি। সত্যিকারের অপুর জীবনী অম্বলম্বনেই তৈরি হচ্ছে কৌশিকের অপুর পাঁচালি। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবিতে অপুর স্ত্রীর ভূমিকায় রয়ছেন পার্নো মিত্র।