Last Updated: Thursday, May 9, 2013, 10:21
চণ্ডীগড়ের হাসপাতালে মৃত্যু হল সাজাপ্রাপ্ত পাকিস্তানি বন্দি সানাউল্লা রঞ্জের। জম্মুর কোট বালওয়াল জেলে সহবন্দির আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন সানাউল্লা। চিকিত্সকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয়েছে সানাউল্লার। হাসপাতালে চিকিত্সাধীন সানাউল্লাকে দেখে গিয়েছেন পাক হাইকমিশনার সলমন বসির। তাঁর দুই আত্মীয়ও বিশেষ ভিসা নিয়ে ভারতে এসে আহত সানাউল্লাকে দেখে যান।