Last Updated: Sunday, October 6, 2013, 18:30
বিয়ের প্রতারণা করে এক তরুনীকে বিক্রি করে দেওয়া ও তাঁর উপর নির্যাতনের অভিযোগে মলয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের ৯ অক্টোবর পর্যন্ত পুলিসি হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যঙ্কশাল কোর্ট। বছর দুয়েক আগে কুঁদঘাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মলয় দাসের। নিজেকে বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিল মলয়। তরুণীর দাবি এরপরেই কালীঘাটে গিয়ে বিয়ে করেন তাঁরা। তরুণী বলেন, "ও বলেছিল তোমাকে বিয়ে করব। তারপর আমাকে ঠকায়।"