Last Updated: Friday, July 6, 2012, 21:22
উইম্বলডনের সেন্টার কোর্টে ফের ফেডেরার ম্যাজিক। শীর্ষবাছাই নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিলেন সুইস সুপারস্টার। ফেডেরারের ম্যাজেকস্টিক টেনিসের কোনও উত্তরই ছিল না গতবারের উইম্বলডন চ্যাম্পিয়নের কাছে। প্রথমবার ঘাসের কোর্টে মুখোমুখি হয়েছিলেন বর্তমান টেনিসের দুই সেরা তারকা ফেডেরার আর জোকোভিচ।