Last Updated: Thursday, December 19, 2013, 22:19
পাশবিক র্যাগিংয়ের শিকার এবার আরামবাগের একাদশ শ্রেণীর স্কুল ছাত্র। ক দিন ধরে র্যাগিংয়ের অঙ্গ হিসাবে সেই ছাত্রের ওপর নানা ভাবে অত্যাচার,মানসিক নির্যাতন চলছিল। গত ১৪ ডিসেম্বর তার মাত্রা ছাড়ায়। স্কুলের হোস্টেলে রাতে ঘুমোনোর সময় সমীরণ ঘোষ নামের সেই স্কুল ছাত্রের যৌনাঙ্গে ছুঁচ ঢুকিয়ে দেওয়া হয়। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকার পর, হুগলির গোঘাটের বাসিন্দা সমীরণ ফোন করে তার বাড়িতে।