Last Updated: Sunday, January 12, 2014, 15:58
তৃতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা। ঢাকার বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ নেন প্রতিমন্ত্রী এবং উপ মন্ত্রীরাও। বিএনপি নির্বাচন বয়কট করায় এরশাদের জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরে তারাও মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ফলে সেক্ষেত্রে সংসদ কার্যত বিরোধীশূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে।