Last Updated: Monday, February 10, 2014, 12:04
বামেদের ব্রিগেড সমাবেশে বাস দেওয়ার মাসুল গুনছেন আসানসোল- রানিগঞ্জ রুটের একাধিক মাস মালিক। আজ সকাল থেকে পথে নামতে দেওয়া হয়েছে ওই রুটের বেশ কয়েকটি বাস। এমনকী ওই মালিকদের অন্য রুটের বাসও নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।