Last Updated: Monday, December 31, 2012, 11:40
দিল্লির ঘটনা নিয়ে সরব হলেও বারাসতের ঘটনায় কেন নীরব মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলেই এবার আসরে নামল তৃণমূলের এক সময়কার জোট-বন্ধু কংগ্রেস। দিল্লির ঘটনার মতো বারাসতের ঘটনাতেও দ্রুত মামলা নিষ্পত্তির দাবি তুললেন প্রদেশ নেতারা। ধর্ষণকাণ্ড নিয়ে সরকারের বিরুদ্ধে সরব বিজেপিও। রবিবার রাজনৈতিক দলগুলির পাশাপাশি বারাসতকাণ্ড নিয়ে পথে নামেন সাধারণ মানুষ।