বিএসএনএল - Latest News on বিএসএনএল| Breaking News in Bengali on 24ghanta.com
শুক্রবারেই আত্মপ্রকাশ দেশের সবথেকে কমদামী ট্যাবলেটের

শুক্রবারেই আত্মপ্রকাশ দেশের সবথেকে কমদামী ট্যাবলেটের

Last Updated: Thursday, October 4, 2012, 18:57

উত্সবের মরসুমে সুখবর। বাজারে আসছে নতুন ট্যাব। পিপিপি মডেলে এই প্রথম দেশের সবথেকে কমদামী ট্যাবলেট আনতে চলেছে বিএসএনএল ও পেন্টা। সংস্থার দাবি, শুক্রবার থেকেই ট্যাবলেটগুলি বাজারে পাওয়া যাবে। বিএসএনএলের সমস্ত বিপণন কেন্দ্রগুলি থেকে এগুলি গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন। ট্যাবলেট পাওয়া যাবে চারটি মডেলে। সবথেকে কম দাম ৩,৯৯৯ টাকা। এরপর মডেল অনুযায়ী ১৪,৬৯৯ টাকা পর্যন্ত দাম রয়েছে।