Last Updated: Friday, June 28, 2013, 18:01
টম ক্রুজের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে একসময়ের তোলপাড় হয়েছিল মিডিয়া। তারপর জল গড়িয়েছে অনেক। তাঁদের বিচ্ছেদের পরও কেটে গেছে এক বছর। তারপর থেকেই `সিঙ্গলহুড` উপভোগ করছেন কেটি হোমস। এবার সেই এক বছর উদযাপন করতে চলেছেন কেটি। সূত্রের খবর, নিউ ইয়র্কের ম্যানহাটনে জেন হোটেলে একান্ত ঘনিষ্ঠদের সঙ্গে বিচ্ছেদের বর্ষপূর্তি পালন করতে চলেছেন তিনি।