Last Updated: Tuesday, November 22, 2011, 18:25
বর্ধমানের অন্ডালে প্রস্তাবিত বিমাননগরীর জন্য আর নতুন করে জমি অধিগ্রহণ করবে না সরকার। মঙ্গলবার চাঙ্গি বিমানবন্দর এবং বেঙ্গল অ্যারিট্রোপলিসের কর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।