Last Updated: Wednesday, January 16, 2013, 17:45
আজ পশ্চিম মেদিনীপুরের বেলদায় জঙ্গলমহল সফরে ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উজাড় করে দিলেন তাঁর প্রতিশ্রুতির ঝুলি। সঙ্গে নিয়মমাফিক আক্রমণ হানলেন পূর্বতন বামসরকারের প্রতি। দিলেন তাঁর সরকারের সাফল্যের খতিয়ানও।