Last Updated: June 11, 2014 15:19

পুরনিগমের পর এবার পুরসভা। রাজ্যে নতুন করে বাইশটি পুরসভা তৈরি করা হবে। আজ বিধানসভায় একথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
নতুন যে সব এলাকা পুরসভা হতে চলেছে সেগুলি হল- তেহট্ট, চাঁচোল, ক্যানিং, ফালাকাটা, কাকদ্বীপ, বেলদা , খাতরা, কোলাঘাট-মেচেদা, গাজোল, বুনিয়াদপুর, বালি পশ্চিম, আন্দুল, ডোমজুড়, বাগনান, বক্সিরহাট, ঠাকুরনগর, আমতা, আমতলা, ডোমকল, তারাপীঠ, মল্লারপুর ও ময়নাগুড়ি।
তবে, এখনই নয়, পুরো পরিকাঠামো তৈরির পরই নতুন পুরসভাগুলি কাজ শুরু করবে।
এদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল হকিকত খতিয়ে দেখতে পুলিস কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল নবান্নে বৈঠকে থাকবেন রাজ্যের সব জেলার এসপি, আইজি, ডিআইজিরা। পুলিস সূত্রে খবর এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী পুরভোটকে সামনে রেখে পুলিসের রদবদলের রূপরেখা তৈরি করবেন।
First Published: Wednesday, June 11, 2014, 15:19