Last Updated: Tuesday, July 23, 2013, 22:10
বোধগয়া বিস্ফোরণের ব্যবহৃত টাইমার গুজরাতের একটি দোকান থেকে কেনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ৭ জুলাই বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানতে পারে, মন্দির চত্ত্বর থেকে উদ্ধার তাজা বোমাটিতে ব্যবহার হওয়া টাইমারটি গুজরাতের রহোটকের একটি কারখানায় তৈরি হিয়েছিল।