Last Updated: Saturday, June 8, 2013, 18:43
কলম্বিয়ার বিরুদ্ধে এই ম্যাচটা জিতলেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাঅর্জন করে ফেলত আর্জেন্টিনা। সেই ম্যাচে কলম্বিয়ার কাছে আটকে গেলেন মেসিরা। তবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট জোগাড় করে মেসিদের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার ইকুয়েডরের বিরুদ্ধে জিতলেই দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসাবে ২০১৪ বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করে ফেলবে আর্জেন্টিনা (আয়োজক দেশ হিসাবে সবার আগে যোগ্যতাঅর্জন করেছে ব্রাজিল)।