Last Updated: Monday, November 4, 2013, 10:13
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল চেতলার দুটি কারখানা। রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে। দমকলের কুড়িটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। দিওয়ালির রাতে জমজমাট চেতলার রাখাল দাস আঢ্য রোড। আচমকাই প্লাস্টিক করখানা থেকে ধোঁয়া আর পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে রাখাল দাস আঢ্য রোডের এই প্লাস্টিক কারখানা এবং তার পাশের প্লাইউড কারখানা।