Last Updated: Thursday, October 31, 2013, 15:02
কালীপুজোর এক দিন আগে ভূতচতুর্দশী। মানেদের তেনাদের দিন। এ দিন ঘরে চোদ্দ পিদিম জ্বেলে, চোদ্দ শাক ভাজা খেয়ে, চোদ্দ পুরুষের অতৃপ্ত আত্মাকে তুষ্ট করতে হয়। চোদ্দ শাকের কোনও বিশেষ নিয়ম নেই। যেমন খুশি চোদ্দটা শাক দিয়েই করা যায় এই রান্না। বাজারে চোদ্দ শাকের আঁটি কিনতে পাওয়া যায়।