Last Updated: Thursday, February 13, 2014, 21:57
১৪ ফেব্রুয়ারি দিনটা গোটা বিশ্বে পালিত হয় প্রেম দিবস হিসাবে। গোটা বিশ্বে থাকে প্রেমের মুড। কিন্তু জানেন কি এই ১৪ ফেব্রুয়ারিতে অনেক অঘটনের ঘটনা ঘটে। ১৪ ফেব্রুয়ারিতে ঘটা সেই রকমই পাঁচটা অঘটনের কথা থাকল এই প্রতিবেদনে--