Last Updated: Thursday, February 7, 2013, 16:07
ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ভ্যালেন্টাইনস ডে। সবাই এখন ব্যস্ত কীভাবে এই ভ্যালেন্টাইনস ডে-কেই করে ফেলা যায় মোস্ট মেমরেবল। কেউ কেউ হয়তো ভাবছেন কিছু রান্না করে প্রেমিকাকে চমকে দেবেন। কিন্তু বাধ সাধছে কনফিডেন্স। তারা কিন্তু কনফিডেন্স আর বিশেষ পরিশ্রম ছাড়াই বানিয়ে ফেলতে পারেন স্ট্রবেরি মকটেল। ভ্যালেন্টাইনস ডে সন্ধ্যায় দু`জনে একসঙ্গে মকটেলে চুমুক দিয়েই বানিয়ে ফেলুন মোস্ট মেমরবেল ভ্যালেন্টাইনস ডে।