Last Updated: Sunday, July 21, 2013, 19:24
নয়া সংযোজন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। গতকাল বীরভূমের সাঁইথিয়ায় তাঁর সদম্ভ ঘোষণা, পায়ে দলে তিন জনকে মেরে ফেলেছেন। সাঁইথিয়ার কংগ্রেস নেতা বাপী দত্তকেও মেরে ফেলতে দেরি হবে না। এমনই হুমকি মণিরুলের। মঞ্চে তখন বসে শিশির অধিকারী, অনুব্রত মণ্ডলরাও। যথারীতি কোনও ব্যবস্থাই নেয়নি পুলিস।