Last Updated: Thursday, April 25, 2013, 18:10
ভারতীয় ফুটবলের মূল মানচিত্রে আবার ফিরল কলকাতার ঐতিহ্যবাহি ক্লাব মহামেডান স্পোর্টিং। পরের আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করল সাদা কালো জার্সির মহামেডান। দীর্ঘ ৬ বছর পর আই লিগে খেলতে দেখা যাবে মহামেডানকে। বৃহস্পতিবার আই লিগের দ্বিতীয় ডিভিশনে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ০-০ ড্র করায় ভারতীয় ফুটবলের এক নম্বর প্রতিযোগিতা মূলপর্বে খেলবে সঞ্জয় সেনের কোচিংয়ে খেলা মহামেডান। মূলপর্বে ওঠার খবর ক্লাব তাঁবুতে আসতেই উত্সব শুরু হয়ে যায় মহামেডান ক্লাব তাঁবুতে।