Last Updated: Saturday, February 2, 2013, 23:09
হরপ্রীত কৌরের অপরাজিত সেঞ্চুরিও শেষরক্ষা করতে পারলা না। মহিলা বিশ্বকাপে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে ভারত ৩২ রানে হেরে গেল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। রবিবার মুম্বইতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন ভারতের ক্যাপ্টেন মিতালি রাজ। কিন্তু ইংল্যান্ডের ২৭২ রানের জবাবে খেলতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন মিতালিরা। গত ম্যাচের নায়িকা থিরুসকামিনী প্রথমেই ফিরে যান। মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান আইসিসি র্যাঙ্কিং-এ একনম্বর ব্যাটসওম্যান মিতালি রাজ। পুনম রাউতও কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেনের পথ অনুসরণ করেন। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার কৌর। তাঁকে যোগ্য সঙ্গত করেন উইকেটরক্ষক কারু জৈন। কিন্তু ব্যাক্তিগত ৫৬ রানে আউট হয়ে জৈন ফিরে যাওয়ার পর আর কেউই কৌরের সঙ্গে জুটি বেঁধে দলকে শেষ পর্যন্ত জয়ের রাস্তা দেখাতে পারেননি। হরপ্রীত কৌর ১০৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।