Last Updated: Tuesday, May 21, 2013, 10:27
মাথাভাঙায় পঞ্চানন বর্মার জন্মভিটের জন্য বরাদ্দ করা হবে আরও দেড় কোটি টাকা। সংস্কার হবে খলিসামারির গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দিলদরিয়া নদীর। রাজ্যে পালাবদলের পর এমনই প্রতিশ্রুতি ছিল নতুন সরকারের। কিন্তু টাকাও বরাদ্দ হয়নি। বাম আমলে গড়া কমিটিও উঠে গিয়েছে। পঞ্চানন বর্মার জন্মভিটে এখন কার্যত ভুতুড়ে বাড়ি।