Last Updated: Friday, June 21, 2013, 22:47
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় পুলিস কমিশনারকে ডেকে পাঠাল রাজ্য মানবাধিকার কমিশন। প্রেসিডেন্সির ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশন যে তদন্তের নির্দেশ দিয়েছিল, তার দায়িত্বে ছিলেন অমল মুখোপাধ্যায়। অমল মুখোপাধ্যায় তদন্তের পর যে রিপোর্ট দিয়েছিলেন, তার সঙ্গে বেশ কিছু জায়গায় মিল নেই পুলিস কমিশনারের দেওয়া রিপোর্টে। সেকারণে বিষয়টি সম্পর্কে জানতে নগরপালকে ডেকে পাঠিয়েছে কমিশন।