Last Updated: Saturday, March 31, 2012, 20:55
এবছরের সেরা সুন্দরীর মুকুট উঠল চন্ডিগড় ললনা বন্যা মিশ্রর মাথায়। শুক্রবার মুম্বইতে ৪৯তম প্যান্টালুন্স ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার নক্ষত্র-খচিত `গ্রান্ড ফিনালে`-তে সেরা শিরোপা পেলেন তিনি। ফলে, এবছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসেবে তাঁকেই দেখা যাবে। পুনের প্রাচী মিশ্র মিস ইন্ডিয়া আর্থ এবং চেন্নাই সুন্দরী মিস রচেল মারিয়া রাও পেলেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের শিরপা।