Last Updated: Friday, November 1, 2013, 13:45
মুজাফফরনগরের দুটো গ্রামে ফের ঢুকছে পুলিসের গাড়ি। ভারি বুটের শব্দ। সতর্কতা। নতুন করে চার জনের মৃত্যুর পর সাম্প্রদায়িক হানাহানির আশঙ্কায় আবারও মাথা চারা দিয়ে উঠেছে সদ্য দাঙ্গার ঘা কাটিয়ে ওঠা উত্তরপ্রদেশের গ্রামটা। কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তাই পুলিসি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুটি গ্রামকেই। গত মাসেই মুজফফরনগরে সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছে ৬০ জন।