Last Updated: Tuesday, September 10, 2013, 17:56
মুজফফারনগরে আজও কারফিউ জারি রয়েছে। জানলার ফাঁক থেকে বাইরে ছবিটা দেখে নেওয়ার চেষ্টা করছে উৎসাহী চোখ। নিস্বব্ধতা আর ভাড়ি বুটের শব্ধ। ফ্ল্যাগ মার্চ চলছে দাঙ্গা প্রভাবিত এলাকায়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। গ্রেফতার করা হয়েছে ৩৬০ জনকে।