Last Updated: Friday, March 29, 2013, 14:51
এখনই ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছে না মুলায়ম সিংয়ের দল। সপা প্রধানের এই মন্তব্যের পর বেশ স্বস্তিতে কংগ্রেস। কোনও `ধর্মীয় রাজনীতি` কে সমর্থন না করার দোহাই দিয়ে মনমোহন সরকারের স্থায়িত্ব বজায় রাখার পক্ষপাতী মুলায়ম। সমাজবাদী পার্টির সমর্থন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব হিসাবে শুক্রবার মুলায়ম বলেন, "আমরা চাই না ভারতীয় জনতা দল ও তার শরিকরা সরকার ফেলে দিক।" তবে তাঁর রাজনৈতিক বিচক্ষণতায় চলতি বছর কংগ্রেস নিজেই ভোটের ঢাকে কাঠি দেবে বলে মনে করছেন মুলায়েম সিং যাদব।