Last Updated: Tuesday, June 4, 2013, 18:26
যাদবপুরের রিজেন্ট কলোনিতে এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পেশায় শিক্ষক ওই যুবকের নাম ইন্দ্রজিত চক্রবর্তী। বাড়ি সোনারপুরে। তিনি রায়চক স্কুলের শিক্ষক ছিলেন। আজ ভোররাতে রিজেন্ট কলোনির একটি আবাসনের একতলার ফ্ল্যাটে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ইন্দ্রজিত্ চক্রবর্তীর দেহ।