Last Updated: Monday, September 30, 2013, 12:50
লালুপ্রসাদ যাদব। এই নামটা ভারতীয় রাজনীতিতে সবচেয়ে আলোচিত এটা নিয়ে তাঁর বিরোধীরাও অস্বীকার করেন না। দেশের রাজনীতির দুর্নীতির কথা এলেই তাঁর ছবি ব্যবহার করা হয়। আবার রেলমন্ত্রী হিসাবে তিনি দারুণ নাম করেছেন। সাধারণ মানুষের কাছে বোরিং রাজনীতিকে তিনি ইন্টারেস্টিং বানিয়েছেন। কখনও শায়েরি, কখনও মজার কথা বলে পার্লামেন্ট গুরুগম্ভীর আলোচনায় প্রাণপ্রতিষ্ঠা করেছেন। কিন্তু পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি হয়তো আর রাজনীতিতে থাকতেন পারবেন না।