Last Updated: Wednesday, September 28, 2011, 00:04
দেশের জনবিন্যাসের এক বিরাট পরিবর্তন দেখা গেল দুহাজার এগারোর জনগণনায়।
দুহাজার একে ভারতের গ্রামীণ জনসংখ্যা ছিল চুয়াত্তর কোটি পঁচিশ লক্ষ।
দুহাজার এগারোয় সেই সংখ্যা বেড়ে দাঁডিয়েছে তিরাশি কোটি একত্রিশ লক্ষে।
বৃদ্ধির পরিমাণ নয় কোটি ছয় লক্ষের কাছাকাছি।