শাহবুদ্দিন আহমেদ - Latest News on শাহবুদ্দিন আহমেদ| Breaking News in Bengali on 24ghanta.com
জাপানি কনসুলেটের গাড়ির চালকের ঘটনায় গ্রেফতার তিন

জাপানি কনসুলেটের গাড়ির চালকের ঘটনায় গ্রেফতার তিন

Last Updated: Wednesday, April 17, 2013, 08:58

জাপানি কনসুলেটের গাড়ির চালক শাহবুদ্দিন আহমেদকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলেন কলকাতা পুলিসের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার রাতে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃত তিন যুবকের নাম রাজা, ইরফান ও রশিদ। এরা প্রত্যেকেই কড়েয়া থানা এলাকার আহিরীপুকুরের  বাসিন্দা। সিসিটিভি ফুটেজ অনুসারে  রবিবার রাতে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে এগারোটা পঞ্চাশ নাগাদ গাড়ি রেখে বেড়িয়ে আসেন শাহবুদ্দিন।