Last Updated: Saturday, October 6, 2012, 16:33
ক্রিস গেইল, ক্রিস গেইল আর ক্রিস গেইল। এই একটা নামই এখন কলম্বোয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবার মুখ জুড়ে। আজ, রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের সবটা জুড়ে এখন শুধুই জামাইকার ৩৩ বছরের অলরাউন্ডার। আসলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটা অতিমানবিয় ইনিংস খেলার পর গেইল যখন তাঁর দেশের কাছে স্বপ্নের আরেক নাম, তখন সেই স্বপ্নের মানুষটাই শ্রীলঙ্কা শিবিরের কাছে সাক্ষাত্ দৈত্য।