Last Updated: August 2, 2013 18:59

শ্রীলঙ্কায় রনবীর কপূরের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার পর থেকেই মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তবে রনবীরের সঙ্গে তাঁর প্রেম যে মধ্যগগনে সেই বিষয়ে সকলেই নিশ্চিত। আর তাই নিজের অতীতকে এবার পিছনেই ফেলে আসতে চাইছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে সলমনের দেওয়া দামি গাড়ি বেচে দিতে চলেছেন ক্যাটরিনা।
গত বছর জন্মদিনে ক্যাটরিনাকে একটি কাল এসইউভি উপহার দিয়েছিলেন সলমন। প্রাক্তন প্রেমিকের দেওয়া সেই উপহার নাকি এখন বেচে দিতে চান ক্যাটরিনা। শোনা যাচ্ছে এই বিষয়ে নাকি তাঁর প্রতিবেশী এক গাড়ির দালালের সঙ্গে কথাও বলেছেন। যদিও ক্যাটরিনার ব্যক্তিগত মুখপাত্র জানিয়েছেন এরকম কোনও পরিকল্পনা নেই ক্যাটের।
First Published: Friday, August 2, 2013, 18:59