ষষ্ঠ পদক নিশ্চিত করে - Latest News on ষষ্ঠ পদক নিশ্চিত করে| Breaking News in Bengali on 24ghanta.com
ষষ্ঠ পদক নিশ্চিত করে কুস্তীর ফাইনালে সুশীল কুমার

ষষ্ঠ পদক নিশ্চিত করে কুস্তীর ফাইনালে সুশীল কুমার

Last Updated: Sunday, August 12, 2012, 15:51

প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়লেন সুশীল কুমার। অলিম্পিকে ৬৬ কেজির ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে এই নজির গড়ে ফেলেন সুশীল। সেমিফাইনালে কাজাখস্তানের তানাতারোভকে ৩-১ এ হারিয়ে ফাইনালে পৌঁছে যান এই ভারতীয় কুস্তিগীর।