Last Updated: Monday, January 7, 2013, 10:34
সঞ্জীব বর্ধন খুনের ঘটনায় আজ রায়গঞ্জ বনধের ডাক দিল উত্তর দিনাজপুর সিটিজেন ফোরাম। একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জের বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে গতকাল শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি। কদিন আগেই খুন হয়েছেন রায়গঞ্জের কেবল টিভির কর্ণধার সঞ্জীব বর্ধন। শহরের প্রাণকেন্দ্রে মিলনপাড়াতে সঞ্জীব বর্ধনের গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা।