Last Updated: Wednesday, March 26, 2014, 08:34
শেষ পর্যন্ত ঘাটালে বাম প্রার্থী সন্তোষ রানার বাড়িতে গেলেন দেব। গতকাল রাত দশটা দশ মিনিট নাগাদ সন্তোষবাবুর বাড়িতে পৌছন তিনি। বিকেলেই সন্তোষ রানার বাড়িতে চায়ের আমন্ত্রণ ছিল তাঁর। কথা দিয়েছিলেন যাবেন। পরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।