Last Updated: Sunday, August 18, 2013, 17:02
অস্তিত্ব রক্ষায় পাহাড়ে এবার আরও আক্রমণাত্মক মোর্চা। পাঁচদিন নয়, ঘরের ভিতর জনতা আন্দোলন একদিন করার সিদ্ধান্ত হয়েছে আজকের সর্বদলীয় বৈঠকে। ১৯ থেকে ২৩-এর পরিবর্তে শুধুমাত্র ১৯ অগাস্ট ঘরের ভিতরে জনতা আন্দোলন হবে। ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত জনতা রাস্তায় নেমে গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করবে। ২৭ ও ২৮ তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোনিয়া গান্ধী ও বিরোধী দলের নেতার কাছে ফ্যাক্সবার্তা পাঠাবেন পাহাড়ের মানুষ। সর্বদল বৈঠক শেষে আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির চেয়ারম্যান ইনোস প্রধান।