সারবজিৎ সিং - Latest News on সারবজিৎ সিং| Breaking News in Bengali on 24ghanta.com
লাহোর কোট জেলে আক্রান্ত সরবজিৎ সিং

লাহোর কোট জেলে আক্রান্ত সরবজিৎ সিং

Last Updated: Friday, April 26, 2013, 20:16

পাকিস্থানের জেলে বন্দী সরবজিৎ সিং আক্রান্ত হলেন জেলের ভিতরেই। জানা গিয়েছে, জেলের ভিতরে কাপড় কাচার সময় দু`জন তাঁকে আক্রমণ করে। তাঁর মাথায় গভীর চোট লেগেছে। আহত সরবজিৎকে এমএ জিন্না হাসপাতালে ভর্তি করা হয়েছে।