Last Updated: Thursday, July 25, 2013, 17:49
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা শুরুর পুলিসি আবেদন খারিজ হয়ে গেল সিউড়ি কোর্টে। মামলা দায়েরর সময় তথ্য প্রমাণ জমা দেয়নি পুলিস। সেই কারণেই পুলিসের আর্জি খারিজ করল আদালত। সেইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ``মামলা হাল্কা ভাবে নিলে হবে না"। মামলার প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিলে, তবেই মামলা শুরু করা সম্ভব বলে জানিয়েছেন বিচারক।