Last Updated: Sunday, December 22, 2013, 18:24
পুলিসের সামনেই হামলা হল বামফ্রন্টের মিছিলে। দমদম চিড়িয়ামোড়ের কাছে বাম মিছিলকে লক্ষ্য করে হল ইটবৃষ্টি। অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের কর্মী সমর্থক। ইটের ঘায়ে জখম হয়েছেন এক মহিলা-সহ চারজন। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। রাজ্যে সন্ত্রাসের অভিযোগ, সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি-সহ একাধিক ইস্যুতে এই প্রতিবাদ মিছিল বের হয়। হামলার প্রতিবাদে কাল বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট।